তুমি দিয়েছ অনেক নিয়েছ কী, তুমি জানো।
গুনে গুনে ফিরিয়ে দিয়ো, যা করেছে এই দানো।
মাটি
তুমি করবে কতো সহ্য এবার তো লড়ো।
শুধু শুধু মাথাই নাড়ো, টুঁটি এবার টিপে ধরো।
জল
তুমি বয়েছো অনেক রয়েছো কতদিন আর।
এ ধরার পাপী দানবের পাপ ধুয়ে যাও তুমি এবার।
গাছ
তুমি এই বাতাসে ছড়াবে কত প্রাণের ঘ্রাণ,
অনেক সময় দিয়েছো তুমি, এবার দাও নিজের দান।
রাতারাতি ছড়িয়ে দিয়ো বাতাস কেটে ডালপালা,
শিকড়ের আঘাতে গুড়িয়ে দিয়ো শহরের ফ্ল্যাটমালা।
প্রবল বেগে বিষম রেগে সজোরে গর্জে বর্ষে যেও
শুষে নিও সব আদ্রতা,রেখো না এক বিন্দু পেয়।
শুকিয়ে কাঠ হয়ে গেলে , মাটি তুমি এসে ওদের ধরো,
অঙ্গের জৈব পদার্থে হও তুমি উর্বরতর।
সর্বংসহা খ্যাতির জোরে টেকা তোমার দায় হল।
ভবের লীলা সাঙ্গ করে, পৃথিবী ভিনগ্রহে চলো।।
No comments:
Post a Comment